প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে(Shane Warne) শ্রদ্ধা জানাতে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার শেন ওয়ার্নের নামে নামাঙ্কিত করা সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ২৬ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া বক্সিং ডে টেস্টের সময়ে এই সিদ্ধান্তের কথা যৌথ ভাবে জানায় সিএ এবং অস্ট্রেলিয়াস ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।

এই বছরের মার্চ মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন(Shane Warne)। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে প্রয়াত হন তিনি। প্রাক্তন উইকেটরক্ষক রডনি মার্শের প্রয়াণের দিনই প্রয়াত হন ওয়ার্ন। মার্শের প্রয়াণে সেই দিন সকালে টুইটও করেছিলেন ওয়ার্ন। কিন্তু কেই বা জানতো সে দিনই সন্ধ্যায় সারা বিশ্বের ক্রিকেটকে অন্ধকারে ঠেলে এই খেলার সর্বকালের অন্যতম সেরা শিল্পী পরলোকে গমন করবেন।

২০০৬ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতেন শেন ওয়ার্ন এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী হিসেবে শেষ করেন নিজের কেরিয়ার। ১৪৫ ম্যাচে ৭০৮টি উইকেট সংগ্রহ করেছেন শেন ওয়ার্ন(Shane Warne) এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অন্যতম সেরা স্পিনার হয়ে উঠেছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্য আধিকারিক নিক হকলি বলেছেন, “অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা শেন ওয়ার্নের যে অবদান রয়েছে টেস্ট ক্রিকেটে তাকে সম্মান জানিয়ে তাঁর নামে আমরা বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার নামাঙ্কিত করেছি।”

এই বছর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একটি স্ট্যান্ড শেন ওয়ার্নের(Shane Warne) নামাঙ্কিত করা হয়। শেন ওয়ার্নের নামাঙ্কিত হওয়ার পর এটাই প্রথম টেস্ট যেটা এমসিজি-তে হচ্ছে। অতীতে অ্যাডন বর্ডার এবং বেলিন্ডা ক্লার্কের নামেও পুরস্কার চালু করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারকে দেওয়া হয় অ্যালন বর্ডার পুরস্কার এবং মহিলা ক্রিকেটে সেরা ক্রিকেটারকে দেওয়া হয় বেলিন্ডা ক্লার্ক পুরস্কার।

 

Image source – Google