পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়তে দেখা গেলো এবার গেরুয়া শিবির তথা বিজেপি (BJP) দলের অন্দরেই।স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূল বিধায়কের আঁতাঁতের অভিযোগ তুলে ফেসবুকে পদত্যাগ পত্র পোস্ট করলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড় মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম রায়,যুব মোর্চার নেতা পলাশ মণ্ডল,বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শম্পা ঘোষ ও মহিলা মোর্চার সদস্য ডলি দে।

জানা গিয়েছে,কিছুদিন আগে বিজেপির অশোকনগর মণ্ডলের সভাপতি শ্যামলেন্দু দে’র মাতৃবিয়োগ হয়।সেই সময় সমবেদনা জানাতে বিজেপি নেতার বাড়িতে যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।এরপর তৃণমূল বিধায়কের সঙ্গে দলের নেতার গোপন যোগাযোগ রয়েছে এই অভিযোগ তোলেন তারা।তারপরই দলীয় পদ ছাড়েন গেরুয়া শিবিরের ওই ৪ নেতা-নেত্রী।

সদ্য পদত্যাগী বিজেপি নেতা শুভম রায়ের দাবি,-“তৃণমূলের সঙ্গে পুরোপুরি সেটিং করে দল চলছে এখানে।কোনও কাজ করে না।এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার সময়।কিন্তু স্থানীয় স্তরের কোনও কর্মসূচি নেই।”এই প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের প্রতিক্রিয়া,”ইস্তফা দিয়ে দিক।কিছু যায় আসে না।বিজেপির কোনও ক্ষতি হবে না।”এদিকে আবার দেখা যায়,এই পুরো বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল দল।তাদের মতে,-এলাকায় আর কোনও বিজেপি থাকবে না।

 

আরো পড়ুন:Madhya Pradesh:প্রকাশ্যে প্রেমিকাকে মারধর!ভিডিও প্রকাশ্যে আসতেই বুলডোজার দিয়ে প্রেমিকের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন