পূর্ব ঘোষণা অনুযায়ী আজই নবান্ন (Nabanna) সভাঘরের একমঞ্চে দেখা গেলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।তবে একান্ত সাক্ষাত্‍ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।জানা গিয়েছে,আজ সকাল ১১টা থেকে শুরু হয়েছে এই বৈঠক যেটি চলবে বেলা ১টা পর্যন্ত।অর্থাৎ টানা দুঘণ্টা নবান্ন সভাঘরে হবে মমতা-শাহর বৈঠক।

বৈঠকে অমিত শাহ,মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকতে দেখা যায় নবীন পট্টনায়েক,হেমন্ত সোরেন ও তেজস্বী যাদবকে।সূত্রের খবর,বৈঠকে কথা হবে ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে।তাই খুব স্বাভাবিকভাবেই বৈঠককে ঘিরে নবান্নে নিরাপত্তার বজ্রআঁটুনি রয়েছে।

নবান্ন সূত্রের খবর,সীমান্তে চোরাচালান,অনুপ্রবেশ ইত্যাদি রুখতে বিএসএফের ভূমিকা নিয়েও মত বিনিময় হবে।বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা।রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিয়েই এই বৈঠক।বিএসএফের টহলদারি এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে।এই বিষয়টিও আলোচনায় রয়েছে।ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদী কার্যকলাপ মাথাচাড়া দেওয়ায় জঙ্গলমহলে পুনরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধও জানানো হতে পারে।

প্রসঙ্গত,গতকাল শুক্রবার রাতেই কলকাতায় চলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।যেহেতু সরকারি কর্মসূচিতে তিনি এসেছেন,তাই প্রোটোকল মেনে দমদম বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু,মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী,স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।আজ,নবান্নে বৈঠকের পর বেলা দু’টো নাগাদ কলকাতা থেকে উড়ে যাবেন শাহ।

 

আরো পড়ুন:Dilip Ghosh:আসানসোল কাণ্ডে শুভেন্দুকে কটাক্ষ দিলীপের