চট্টগ্রাম টেস্টে(India vs Bangladesh Test Series) ক্রমেই জাঁকিয়ে বসছে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৫৪ রানে এগিয়েও ফলো অন করাল না লোকেশ রাহুলের দল। গতকাল বাংলাদেশের স্কোর ছিল ৪৪ ওভারে ৮ উইকেটে ১৩৩। আজ ৫৫.৫ ওভারেই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানে। যদিও এরপর ফের ব্যাট করতে নেমেছে ভারত। তৃতীয় দিনের লাঞ্চে লিড বেড়ে আপাতত ২৯০।

এদিন বাংলাদেশের নবম উইকেটটি পড়ে ৪৮.৫ ওভারে ১৪৪ রানে। ৩৭ বলে ১৭ রান করে কুলদীপ যাদবের বলে কট বিহাইন্ড হন ইবাদত হোসেন। তিনি ২টি চার ও একটি ছয় মেরেছেন। ৫৫.৫ ওভারে বাংলাদেশের শেষ উইকেটটি তুলে নেন অক্ষর প্যাটেল। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮২ বল খেলে ২৫ রান করেন মেহেদি হাসান মিরাজ। ১৪ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন খালিদ আহমেদ।

২০২১ সালের ফেব্রুয়ারির পর টেস্ট দল(India vs Bangladesh Test Series) কামব্যাক করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কুলদীপ যাদব। প্রথমে ব্যাট হাতে ১১৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন, যা টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর। এরপর এদিন টেস্ট কেরিয়ারের সেরা বোলিং ফিগার নিশ্চিত করে ফেললেন। ৬টি মেডেন-সহ ৬ ওভারে ৪০ রান দিয়ে তিনি পেলেন ৫ উইকেট। ২টি মেডেন-সহ ১৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট মহম্মদ সিরাজের। উমেশ যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন। অক্ষরের ৮.৫ ওভারে চারটি মেডেন, ১০ রান দিয়ে তিনি ১টি উইকেট নেন। উমেশ যাদবের বোলিং ফিগার ৮ ওভার ১ মেডেন ৩৩ রান ১ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।

বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। পরের টেস্টের আগে ব্যাটিং প্র্যাকটিস সেরে ফেলার পাশাপাশি প্রথম ইনিংসে যাঁরা রান পাননি তাঁদের রানে ফিরে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দেওয়া যার অন্যতম কারণ। তাছাড়া বোলাররাও কিছুটা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে নামতে পারবেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে। তিনটি চারের সাহায্যে ৪৩ বলে ২০ রানে ব্যাট করছেন অধিনায়ক লোকেশ রাহুল। ৪৭ বলে ১৫ রানে অপরাজিত শুভমান গিল।

 

 

Image source – Google