বৃহস্পতিবারের পর ফের শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।সাংবাদিদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,-“আপনাদের প্রয়োজনে আপনারা যে কোনও জিনিসকে বাড়ান বা কমান।একই পার্টিতে একই আদর্শ নিয়ে কাজ করি।হতে পারে কোনও বিষয়ে দু’জনের মত আলাদা হয়।আর এটাই গণতন্ত্র। ভারতীয় জনতা পার্টির মধ্যে গণতন্ত্র আছে।নিজের মনের কথা বলা যায়।এটা তার প্রমাণ।তার মানে আলাদা হয়ে গিয়েছে নাকি।তৃণমূলের মতো বন্দুক দিয়ে লড়াই হচ্ছে নাকি !”

এদিকে আবার শুভেন্দুকেও দিলীপকে নেতা হিসেবে বলতে শোনা গিয়েছে।যা নিয়ে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, ”এটা বাস্তব।আপনাদের জন্য বলতে হচ্ছে।এটা বলার দরকার নয়।একসঙ্গে লড়াই করে আমরা বাংলায় পরিবর্তন করব।সেই লড়াই চলছে।এখন সংবাদমাধ্যম দেখাতে চায় বিজেপির মধ্যে খুব ঝগড়া।কিন্তু ওটা হবে না।”

পাশাপাশি এদিন অমিত শাহের (Amit Shah) কলকাতায় আসার কারণও পরিস্কার করে দিলেন এদিন দিলীপ ঘোষ।বলেন,”শাহ জী সরকারি বৈঠকে যোগ দিতে আসছেন। বিজেপির লোকেরা হয়তো তাঁকে এয়ারপোর্টে স্বাগত জানাতে যাবেন। তবে কলকাতায় এখন কোনো দলীয় অনুষ্ঠান নেই। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে কোনো কথা এখানে হবে না। যা কথা হবে সেটা দিল্লিতে হতে পারে।”

 

আরো পড়ুন:Sujit Bose:লেকটাউনে নতুন ফায়ার স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দমকল মন্ত্রী