লেকটাউনবাসীর চাহিদা মতো,অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং এলাকার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোসের (Sujit Bose) উদ্যোগে সেই নির্মাণের কাজ শুরু হল।দেখা যায়,শুক্রবার জাক-জমক পূর্ন ভাবে লেকটাউন ফায়ার স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ সূচনা করা হয়।আর এদিনের এই ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ স্থানীয় দক্ষিণ দমদম পুরসভার একাধিক প্রতিনিধিগনরা।
এরপরই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে এই বিষয়ে মন্ত্রী বলেন,-“আমাদের লেকটাউন অঞ্চলে প্রচুর বসতি আছে।লেকটাউনবাসীর দাবি ছিল এই এলাকায় ফায়ার স্টেশন হোক।আমরাও চেষ্টা করছিলাম।অবশেষে সেই কাজ শুরু হলো।”তিনি আরো বলেন,-“প্রায় ৪ কোটি ২২লক্ষ টাকা খরচ করে নির্মানের কাজ শুরু হলো।আগামী ৯ মাসের মধ্যে এই ফায়ার স্টেশন নির্মানের কাজ সম্পন্ন করা হবে।”
মন্ত্রী এদিন আরো বলেন,-“আমাদের নর্থ দমদমে একটি ফায়ার স্টেশনের কাজ চলছে।আমাদের রাজ্যে এখন ১৫৫টি ফায়ার স্টেশন আছে।আমরা চাই আরো ফায়ার স্টেশন হোক।এবং আজ আমাদের এই নিয়ে একটি মিটিং আছে।যেখানে মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনাররাও থাকবে।”পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী সুজিত বোসকে গার্ড অফ ওনার দেওয়া হয়।