লিওনেল মেসি ঘোষণা করে দিলেন অবসরের দিনক্ষণ। কোপা আমেরিকা জেতানোর পর এবার বিশ্বকাপ ছুঁয়ে দেখতে চান মেসি। সেই ম্যাচে এবার বাড়তি মোটিভেশন পেয়ে গেলেন আর্জেন্তিনার ফুটবলাররা। কেন না, লিওনেল মেসি জানিয়ে দিলেন দেশের হয়ে রবিবারই শেষ ম্যাচটি খেলবেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এককভাবে নিজের দখলে নিয়ে নেবেন এলএম টেন।

চলতি বিশ্বকাপে(FIFA World Cup 2022) এখনও অবধি ৫টি গোল করেছেন মেসি। সোনার বুটের দৌড়ে রয়েছেন। বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা ১১, যা আর্জেন্তিনার বিশ্বকাপারদের মধ্যে সর্বাধিক। বিশ্বকাপ ফাইনাল(FIFA World Cup 2022) হতে চলেছে মেসির ২৬তম ম্যাচ। বিশ্বকাপে এতগুলি ম্যাচ খেলার নজিরও কারও নেই। জার্মানির লোথার মাথেউসের বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলার নজির গতকালই ছুঁয়েছেন লিও। এবার তিনি গড়বেন নয়া বিশ্বরেকর্ড।

তবে আর্জেন্তিনাকে ষষ্ঠবার বিশ্বকাপ ফাইনালে তোলার পর নিশ্চিতভাবেই মেসির ঘোষণায় ব্যথিত ও অবাক ফুটবল ভক্তরা। আর্জেন্তিনার সংবাদমাধ্যম দিয়ারিও দেপোর্তিভো ওলে-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ(FIFA World Cup 2022) ফাইনালই আমার শেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের সফর এভাবে শেষ হওয়ায় সত্যিই ভালো লাগছে। পরের বিশ্বকাপ এখনও অনেক দূরে। আমি বিশ্বাস করি না, সেটা আমি খেলতে পারব। ফলে এবার ফাইনাল দিয়ে কেরিয়ার শেষ করার চেয়ে ভালো কিছু হতে পারে না।

দিয়েগো মারাদোনা ও হাভিয়ের মাসচেরানো চারটি করে বিশ্বকাপ খেলেছেন। মেসি খেলছেন পঞ্চম বিশ্বকাপ। কাপ জয়ের অধরা স্বপ্ন এবারই পূরণ করে ফেলতে চান। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনা রানার-আপ হয়েছিল। মেসি বলেছেন, পরিসংখ্যান বা রেকর্ডের দিকে তাকালে ভালোই লাগে। তবে সবচেয়ে সুন্দর হবে গোটা দল যা চাইছে সেটা হলেই। কাপ জয়ের সেই লক্ষ্যপূরণেই এখন মেসিদের যাবতীয় ফোকাস। আর্জেন্তিনা বিশ্বকাপ(FIFA World Cup 2022) ফাইনালে ওঠার পরেই গোটা দেশ আনন্দে মাতোয়ারা। বিশ্বের নানা প্রান্তে আর্জেন্তিনার সমর্থকরা উচ্ছ্বসিত। গতকাল মেসির পায়ের জাদু যেমন দেখা গিয়েছে, তেমনই আলভারেজের গোল যেভাবে সাজিয়ে দিয়েছেন তাতে সকলেই মুগ্ধ। তবে দেশের হয়ে মেসি-ম্যাজিক যে রবিবারই শেষ দেখা যাবে, সেটা ভেবে অনেকেই ভারাক্রান্তও। সকলেই চান, কাপ জিতে মাথা উঁচু করেই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানান মেসি।

 

Image source – Google