চুল আর ত্বকের সাথে সাথে আমাদের আমাদের দেহেও দরকার যত্ন বেশি করে শীতকালে । অনেক সময় শরীরের ত্বক শুষ্ক হয়ে যায় । আর এই প্রাণহীন লক্ষ্য শরীরে দরকার তেল। এবার আর বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যালযুক্ত তেল ব্যবহার না করে ঘরে বানানো তেল দিয়ে করুন শরীরের যত্ন
রোজ রাতে ঘুমানোর আগে জোজোবা অয়েল নিয়ে গোটা সারা গায়ে ম্যাসাজ করুন। জোজোবা অয়েল(Jojoba oil) এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের মশ্চারাইজার ধরে রাখে এবং ত্বক টানটান রাখে।
যাদের ত্বক বেশিই শুষ্ক, তারা এর আর্দ্রতা বজায় রাখতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড শরীরের শুষ্কতর স্থানগুলোর জন্য ভীষণ উপকারী।
ইতিমধ্যে শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে আমাদের তো খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় আর এই দূর করতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ও এক কাপ অলিভ অয়েল(Olive oil) একসঙ্গে মিশিয়ে রাখুন। এবার সেখান থেকে রোদে পোড়া স্থানে দিনে তিন-চারবার ব্যবহার করুন।
Image souece-google