দীর্ঘদিন মৃতদেহ সংরক্ষণ করে রাখতে পিস হেভেন তৈরি হয় হাবরা হাসপাতালে।দেখা যায়,রবিবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তৈরি করা হয় পিইজ হেভেনের।জানা যায় এদিন পিস হেভেনটির উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

রবিবার নারকেল ফাটিয়ে,ফিতে কেটে এই ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিস হেভেন তৈরির মূল উদ্যোক্তা হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,হাবড়া পুরসভার প্রধান নারায়ণ সাহা,হাসপাতাল সুপার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।মূলত,রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সম্পূর্ন সাহায্যার্থে ২১ লক্ষ টাকা ব্যয় করে এই পিস হেভেনটি চালু করা হয় এদিন।জানা গেছে,নতুন এই পিস হেভেনে ৪ টি মৃতদেহ রাখার ব্যবস্থা থাকছে।

এদিন উদ্বোধনের পর দুই মন্ত্রী এবং অতিথিদের নতুন এই ব্যবস্থা ঘুরে দেখান হাসপাতাল সুপার।এদিনের অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,-“অনেক ক্ষেত্রে দেখা যায়,সন্তানেরা কাজের সূত্রে দূর দেশে থাকেন।বাবা বা মায়ের মৃত্যুর পর তাঁদের মুখটি শেষবারের জন্য একবার দেখতে চান সন্তানেরা।কিন্তু পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে তাঁরা বাড়িতে এসে পৌঁছাতে পারেন না।এইসময়টুকু যাতে সেই মৃতদেহ সযত্নে রেখে দেওয়া সম্ভব হয়, তারজন্যই এই পিস হেভেনের ব্যবস্থা চালু করা হয়েছে।এছাড়া, অন্যক্ষেত্রেও যখন মৃতদেহ কিছুদিন রেখে দেওয়ার প্রয়োজন হবে, তখন এই ব্যবস্থাকে কাজে লাগানো যাবে।শুধু হাবড়া নয়,আশপাশ এলাকার মানুষও বিশেষ প্রয়োজনে এর সুবিধা পাবেন।‌”

 

আরো পড়ুন:CBI:বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত লালন শেখ