শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিচার চলাকালীন সম্প্রতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন ‘অনেক ধেড়ে ইঁদুর বেরোবে’।তা নিয়ে কার্যতই খড়্গহস্ত হতে দেখা গিয়েছে রাজ্যের শাসকদলকে।এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতিকে ভাষা সংযত করার পরামর্শ দিলেন খোরদার বিধায়ক তথা রাজ্য বিধানসভার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)।

শুক্রবার পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি পানীয় জলের আঁধার অনুষ্ঠানে হাজির ছিলেন শোভনদেব।সেখানেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন কৃষিমন্ত্রী।শোভনদেববাবু বলেন,”আমার দলের বা বিরোধীদলের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত।তিনি বিচার ব্যবস্থা সঙ্গে যুক্ত আছেন। তাঁদের আমরা শ্রদ্ধার চোখে দেখি।ওনারও একটু ভাষা সংযত হওয়া ভালো।”

তিনি আরো বলেন,”ধেড়ে ইঁদুর যেই হোক,ধরা পড়লে ধরা পড়বে,শাস্তি পাবে।তবে এই বিষয়ে বাক সংযম হওয়া দরকার।”

জানা যায়,এদিনের এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ,পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিনের এই অনুষ্ঠানে বিচারপতিকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় আরো বলেন,”আমাদের দলে দু একজন চোর রয়েছে,সে বিষয়ে কোনও সন্দেহ নেই।সমস্ত রাজনৈতিক দলেই চোর থাকে।যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে সেই দলে কোনও চোর নেই তাহলে সারা জীবন সেই দলের চাকরবৃত্তি করব।”