২৪ ঘণ্টার মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এদিন নিয়োগ দুর্নীতি রোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেন, বৃহস্পতিবারের মধ্যে এসএসসিকে নবম-দশমের ভুয়ো শিক্ষকদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
উল্লেখ্য,২০১৬ এসএসসির নবম-দশমে নিয়োগের তালিকায় ছিল প্রায় ১৩ হাজার নাম। অভইযোগ উঠেছিল যে, মেধাতালিকায় নীচে থাকা প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। অর্থাত্ নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা হয় হাইকোর্টে। এই মামলায় আগেই কমিশন আদালতে জানিয়েছিল যে, ১৮৩ জনকে খুঁজে পাওয়া গিয়েছে যাঁদের নাম মেধাতালিকার নীচে থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হয়েছে।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “যে ১৮৩ জনের কথা জানানো হয়েছে, তাদের তালিকা ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে।” এছাড়া তাদের বিরুদ্ধে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, চাকরি বাতিল করার জন্য কি কাজ করেছে কমিশন, সেই ব্যাপারেও জানতে চান অভিজিত্বাবু।পাশাপাশি বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে একের পর এক ইস্যুকে সামনে এনে হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য, সেই বিষয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, “বাংলায় যেভাবে দুর্নীতি হয়ে চলেছে, তাতে সরকারের উচিত আদালতকে সাহায্য করা। তার পরিবর্তে সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে তারা। এটা বিস্ময়কর।”
আরো পড়ুন: