মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সুবুদ্ধি’ হয়েছে বলে এবার কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।উল্লেখ্য,নবান্নে সোমবার রিভিউ মিটিংয়ে ডেঙ্গু নিয়ে পুরসভা আর স্বাস্থ্য দফতরের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।এদিন সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন,”এখন উনি খুব ভালো ভালো কথা বলছেন।আমি জানি না পরিস্থিতিটা কি।মোদীজি না ডাকতেই দেখা করতে যাচ্ছেন।এখানে আবার গঙ্গা আরতি করতে বলছেন,আসলে বয়স হলে মানুষের সত্ বুদ্ধি হয় উনি হয়তো সেদিকেই যাচ্ছেন।”
এরপর রীতিমতো সুর চড়িয়ে সরকারকে আক্রমণ করে তিনি বলেন,”সরকারি অফিসারদেরকে কি কাজ করতে দিয়েছেন?তাদেরকে দিয়ে সরকার লক্ষী ভান্ডার বিতরণ করাচ্ছেন,লোক নেই দপ্তরে সব করতে হচ্ছে যে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন তাতে কাজ হয়নি।হাসপাতালে নিচ্ছে না,তার দোষ অফিসারদের নয়।আপনি সবকিছুতে রাজনীতি করবেন তার দায়িত্ব অফিসারদের ঘাড়ে চাপাবেন?”
পাশাপাশি গঙ্গার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ফিরহাদ হাকিমকে ধমক দেওয়াকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন,”কাজ হচ্ছে না এটা সবাই জানে।মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন লোক খেপে যাচ্ছে।তখন উনি ববি হাকিমকে ধমকাচ্ছেন।ববি হাকিম গিয়ে হয় পুলিশকে ধমকাচ্ছেন নয় না হলে পোর্টের নাম নিচ্ছেন।উনারা কি করবেন মানুষ যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।উনারা বলছেন,মানতে বাধ্য হচ্ছেন যে কোন কাজই হয় না।৯০% কাজ হয়ে গেছে পাঁচ বছর আগে বলেছিলেন এখন দেখা যাচ্ছে কিছুই হয়নি।”
দিলীপ আরও বলেন,-“চোখে চোখ রেখে কথা বলছে জঙ্গলমহলের মহিলারা।মমতার চোখে চোখ রেখে বলেছেন,আমরা কিছুই পাইনি।যেটা আমরা বলতাম সেটা আজ সাধারণ মানুষ বলছে।”
আরো পড়ুন:Dilip Ghosh:ফিরহাদের হকার মন্তব্য নিয়ে পাল্টা দিলেন এবার দিলীপ