গোয়ায় নৌকাডুবি। আইএসএলের(Indian Super League 2022) ইতিহাসে এই প্রথমবার এফসি গোয়ার কাছে পরাস্ত হলো এটিকে মোহনবাগান। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়েছে এফসি গোয়া। এই দল ছেড়েই সবুজ মেরুনের হেড কোচ হয়েছিলেন হুয়ান ফেরান্দো। ফলে এদিনের লজ্জার হার নিশ্চিতভাবেই তাঁর কাছেও বড় ধাক্কা।

এদিনের ম্যাচের আগে আইএসএলে(Indian Super League 2022) এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার দ্বৈরথ হয়েছে চারবার। তিনবার জিতেছে এটিকে মোহনবাগান। একটি ম্যাচ ড্র হয়েছিল। দুই দলের শেষ সাক্ষাতে মনবীর সিংয়ের জোড়া গোলে আগের আইএসএলে গোয়াকে ২-০ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেই হলো তিনটি গোল।

ক্লিনশিট বজায় রেখে জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার তিনে চলে এলো এফসি গোটা। ৬ ম্যাচে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ঘরের মাঠে ফেরান্দোর দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে। হায়দরাবাদ এফসি এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৭ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বই সিটি এফসি। এফসি গোয়ার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির, তবে গোয়ার চেয়ে গোলপার্থক্যেও পিছিয়ে তারা। কেরালা নেমে গেল চারে। পাঁচে রয়েছে ওডিশা এফসি। তাদেরও ৬ ম্যাচে ১২ পয়েন্ট। ২৪ নভেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে ওডিশা এফসি ঘরের মাঠে খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

 

Image source – Google