15 জনুয়ারি 2022 এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের 1-2 পয়েন্টে পরাজয় হওয়ার পরে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে অবসর গ্রহণ করেন বিরাট কোহলি (Virat Kohli)। 2014 অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের মাঝেই মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার পরে বিরাট কোহলি কে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয় ইন্ডিয়ান টিমে। নিজের টেস্ট ক্যারিয়ারে 68 টেস্ট ম্যাচ নিজের নিজের অধিনায়কত্ব দেন বিরাট কোহলি, যার মধ্যে 40 কি ম্যাচে জয়লাভ করেন।
“everything has to come to a halt at some stage and for me as test captain of India, it’s now. there have been many ups and also some downs along the journey but there has never been lack of a photo lack of belief.” অধিনায়ক পদ ছাড়ার আগে এটি ছিল বিরাট কোহলির শেষ বক্তব্য।
অসাধারণ সফল ক্যারিয়ার এর শেষ হওয়ার ফলে কোহলির (Virat Kohli) অনুগামীরা তাকে শুভেচ্ছা দেওয়া শুরু করে দিয়েছে টুইটারে।
টি-টোয়েন্টি পরে টেস্ট ক্রিকেটে অধিনায়ক পদ গ্রহণ করতে চলেছেন রোহিত শর্মা। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট সফল প্রমাণিত হয়েছেন রোহিত শর্মা এবারে টেস্ট ক্রিকেটে কেমন পারফরম্যান্স দেবেন এটাই সবচেয়ে বড় জনপ্রিয় টপিকঃ এখন ক্রিকেট প্রেমী মানুষের কাছে।
টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্স দেখে টেস্ট ক্রিকেটে ও সফল প্রমাণিত হবেন রোহিত শর্মা, এমনটাই মনে করছেন ক্রিকেটমহল।
আরও পড়ুন : Sussanne Khan : সুজান খান এবং অভিনেতা আর্সলান গনির গুজবপূর্ণ সম্পর্ক
Comments are closed.