শিলিগুড়িতে (Siliguri) কর্মসূচি চলাকালীন আচমকাই অসুস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari)।সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিত্‍সককে ডাকা হয় অনুষ্ঠানস্থলে।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রক্তে আচমকা সুগারের মাত্রা নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি।আর কেন্দ্রীয় মন্ত্রীর নীতিন গডকরির (Nitin Gadkari) অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই অসুস্থতার চিন্তিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।এর পাশাপাশি, শিলিগুড়ি কমিশনারকে (সিপি শিলিগুড়ি) তাঁর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার নির্দেশও দেন।

প্রসঙ্গত,শিলিগুড়ির (Siliguri) ক্যান্টনমেন্ট রোড থেকে সেবক পর্যন্ত চার লেনের দীর্ঘ রাস্তার শিলান্যাস করতে বৃহস্পতিবার রাজ্যে আসেন নীতিন গড়কড়ি।শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর ফুটবল মাঠে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী।কিছুক্ষণ পর‌ই ভাষণ দিতে ওঠেন তিনি।কিছুটা ভাষণ দেওয়ার পর‌ই হঠাত্‍ অসুস্থ বোধ করতে শুরু করেন গড়কড়ি।সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চের পাশে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়।ছুটে আসেন চিকিত্‍সকরা।

সূত্রের খবর,হঠাত্‍ হাইপোগ্লৈসেমিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।কিন্তু প্রাথমিক চিকিত্‍সাতেও তাঁর শারীরিক অস্বস্তি না কমায় মাটিগাড়ায় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়িতে গড়কড়িকে নিয়ে যাওয়া হয়।সেখানে শিলিগুড়ির তিনজন নামী চিকিত্‍সককে ডেকে পাঠানো হয়।বেশ কিছুক্ষণ চিকিত্‍সা চলার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন।

 

আরো পড়ুন:Akhil Giri:রাষ্ট্রপতির চেহারা নিয়ে মমতার মন্ত্রীর বক্তব্যকে,তীব্র সমালোচনা করলো বিজেপি!