দু বছরের বেশি সময় হতে গিয়েও এখনো করুনার প্রকোপ কমেনি।মৃত্যুর খবর এখন না পাওয়া গেল আক্রান্তের সংখ্যা প্রায়শই পাওয়া যাচ্ছে।এমন অবস্থায় বড় ঘোষণা করল বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Aviation)।এবার থেকে বিমানে উঠতে গেলে আর মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা ভাইরাসকে চিরতরে নির্মূল করতে গেলে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের জারি করা আদেশে বলা হয়েছে, “বিমান ভ্রমণের সময় মাস্ক বা মুখের কভারের বাধ্যতামূলক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে পরামর্শ করে পর্যালোচনা করা হয়েছে।” মন্ত্রক সমস্ত নির্ধারিত এয়ারলাইন্সকে তার আদেশে বলেছে যে ফেস মাস্ক সম্পর্কে ফ্লাইটে ঘোষণাগুলি জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থার উল্লেখ করা উচিত নয়।

সরকারি তথ্য অনুসারে দেখা যাচ্ছে, করোনা থেকে সেরে ওঠার হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৮.৭৯ শতাংশ। মূলত করোনার হার নেমে যাওয়ার জেরেই এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

আরো পড়ুন:Bankshal Court:অভিষেকের গুলি মন্তব্যে সুকান্তর আবেদন খারিজ আদালতে