অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গুলি মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মামলা খারিজ করে দিল আদালত।বুধবার ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) ওই মামলা খারিজ হয়ে যায়।

মূলত,ঘটনার সূত্রপাত গত ১৩ সেপ্টেম্বর।বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার বেধেছিল।ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতা পুলিশের এক কর্মী।তাঁকে হাসপাতালে দেখতে গিয়ে অভিষেক বলেছিলেন, ”পুলিশ অনেক সংযম দেখিয়েছে।আমি হলে এইখানে (কপালে আঙুল দিয়ে দেখিয়ে) গুলি করতাম।”ডায়মন্ড হারবারের সাংসদের ওই মন্তব্য ঘিরে ‘বিতর্ক’ শুরু হয়।বিষয়টি নিয়ে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানাতে যায় বিজেপি।পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করে গেরুয়া শিবির।এরপর শাসক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে আদালতের দ্বারস্থ হন সুকান্ত।

অভিযোগ তুলেছিলেন, পুলিশকে হিংসায় উস্কানি দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ।সেই মামলাই বুধবার খারিজ করে দিয়েছে আদালত।জোড়াসাঁকো থানার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারক।আর আদালতের এই সিদ্ধান্তেই খুব ভালোভাবেই এবার মুখ পুড়েছে বিজেপির।

 

আরো পড়ুন:Sougata Roy:সৌগত রায়ের উপস্থিতিতে সাড়ম্বরে পানিহাটিতে বিরসা মুন্ডার জন্মদিন পালন