বিরোধীরা বরাবরই শাসক শিবিরের দলদাস বলেছেন রাজ্য পুলিশকে।এবার সেই রাজ্য পুলিশকে সরাসরি কুকুরের সাথে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মূলত বুধবার হাজরা মোড়ে অরুণিমা পাল নামে এক টেট আন্দোলনকারীর (TET Agitation) হাতে কামড় বসানোর অভিযোগ উঠেছিল এক পুলিশকর্মীর বিরুদ্ধে।আর তার পরিপ্রেক্ষিতে এবার গর্জে ওঠেন সুকান্ত মজুমদার।

জানা যায়,বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে একটি কর্মী সম্মেলনের আয়োজন করে বিজেপি।সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পুলিশ (এক্ষেত্রে কলকাতা পুলিশ) এবং শাসকদলকে কার্যত কুকুরের সঙ্গে তুলনা করেন সুকান্ত।

সুকান্ত বাবু বলেন,-“তৃণমূল কংগ্রেসের যে রোগ,পুলিশও মনে হয় সেই একই রোগে সংক্রামিত হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন,আমি দেখে বলে দিতে পারি,কে মাওবাদী আর কে মাওবাদী নয়।এখন বাচাল ঘোষ (কুণাল) বলেন,কোন দলে কী মিটিং, মিছিল হচ্ছে, আমি বের করে দিতে পারি।আর এইসব গুণ যে পশুর মধ্যে আছে, সেই পশুর প্রবৃত্তি এখন পুলিশের মধ্যেও প্রবেশ করেছে।”

 

আরো পড়ুন:Sukanta Majumder:বামেরা শিক্ষিত চোর,তাই ধরা পরে না,তৃণমূল অশিক্ষিত চোর বলে ধরা পড়ে!বিস্ফোরক সুকান্ত