পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল।রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি পালন করছে তৃণমূল (TMC)।আর এমন সময় পঞ্চায়েত ভোট নিয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন মদন মিত্র ও সৌগত রায়।

সূত্রের খবর কামারহাটিতে তৃণমূলের (TMC) তরফে এক মিলন উত্‍সবের আয়োজন করা হয়েছিল।সেখানে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র,তৃণমূল সাংসদ সৌগত রায়,কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সেই অনুষ্ঠানেই আসন্ন পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তোলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

তিনি বলেন, ‘একটাই অনুরোধ, মেরে পঞ্চায়েত নিয়ে নেব এই চিন্তা থেকে সরে যান।মারধর করে পঞ্চায়েত নিতে চাই না।হৃদয়ে লেখা নাম রয়ে যাবে।প্রত্যেক মানুষের কাছে গিয়ে কথা বলতে হবে।তৃণমূলের কোনও ভুল থাকলে কর্মীরা এসে নেতাকে বলুন এই কাজ ঠিক করেননি।তারপর যদি কর্মীর উপর আক্রমণ হয়, আমরা দায়িত্ব নেব।কিন্তু নেতার অন্যায় হলেও নেতাকে বলতে হবে।’ এরপরই তিনি বলেন, ‘প্রয়োজনে যে শ্রেষ্ঠ কাজ করবে তার গলায় উত্তরীয় নয় বিধায়কের মালা পরিয়ে কামারহাটি থেকে বিদায় নেব।’

ওই অনুষ্টান থেকেই সৌগত রায় (Sougata Roy) বলেন,’দলের মধ্যেও আমরা ঝাড়াই বাছাই করি।এটাও বলার সময় এসেছে যারা আর্থিক সুবিধে পাওয়ার জন্য দলে এসেছিলেন তাদের এবার সরে যাওয়ার সময় এসেছে।কারণ আমাদের প্রায় ৯৫ শতাংশ কর্মী সত্ভাবে দলে কাজ করেন।তার মধ্যে কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে।এটা কাম্য নয়।’

অন্যদিকে,এদিন মদন মিত্র ও সৌগত রায়ের মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য যুব মোর্চার নেতা জয় সাহা বলেন,চোর যদি বলে চুরি করব না তাহলে কি তার সংসার চলবে?মেরেকেটে ভোট না করলে তৃণমূল কংগ্রেস একটা সিটও পাবে না।ভোট পরবর্তীতে যে পরিমাণ হিংসা হয়েছিল তারপর তাদের গলায় এই ভয়ের সুর অনেকটা হলেও আমাদের জন্য সন্তুষ্টি।

 

আরো পড়ুন:Deganga:দেগঙ্গার তৃণমূলের নেত্রীর বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরনে,জখম ২!