ভোটের (Election) দিন ঘোষণার পরেই প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটার। হিমাচল প্রদেশের বাসিন্দা তিনি।
১০৬ বছর বয়সে মারা যান। শ্যাম শরণ নেগি হিমাচল প্রদেশের কল্পা জেলার বাসিন্দা।
শনিবার সকালে তিনি মারা যান। এবার আর ভোট দেওয়া হল না তাঁর।
আগামী ২ ডিসেম্বর হিমাচল প্রদেশে ভোট। তার আগেই মারা গেলেন তিনি।
দেশের প্রবীণতম ভোটারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
হিন্দিতে টুইট করে তিনি শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের কল্পার বাসিন্দা ছিলেন তিনি।
পূর্ণ রাষ্টীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। কল্পায় ২ ডিসেম্বর ভোট।
তার জন্য পোস্টাল ব্যালটে ভোট (Election) দিয়েছেন তিনি। এই নিয়ে ৩৪ তম বার
হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করে গেলেন দেশের প্রবীণতম ভোটার।
হিমাচল প্রদেশে ভোটের প্রস্তুতি এখন তুঙ্গে। বিজেপি,আপ, কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তোরজোর শুরু হয়ে গিয়েছে।
তবে ভোট সমীক্ষা দাবি করেছে এবারও হিমাচল প্রদেশে সরকার গড়বে বিজেপি।
প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা হস্তান্তর হয় বিজেপি না হয় কংগ্রেসের মধ্যে। এবার কার হাতে থাকবে পাহাড়ি রাজ্যের ভার তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।