ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা। গত বছর নেদারল্যান্ডসের বিরুদ্ধে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি বলে তিনটি উইকেট নেন জোশ লিটল(Joshua little)।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ১৯তম ওভারে এসে হ্যাটট্রিক করেন লিটল। দ্বিতীয় বলে ফেরান উইলিয়ামসনকে। পরের বলেই ফেরান নিশামকে। এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি।

তারপর ক্রিজে আসেন স্যান্টনার। তবে যাবতীয় ফোকাস ছিল লিটলের উপর। তাতে একটুও চাপে পড়ে যাননি আইরিশ বোলার লিটল। বরং হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে যে বলটা করেন, তা যে কোনওদিন করতে চাইবেন বোলাররা। লেংথ বল ছিল। কিছুটা ভিতরের দিকে ঢুকে আসে – ঠিক কিছুটাই। মিস করেন স্যান্টার। বল আছড়ে পড়ে কিউয়ি তারকার প্যাডে। রিভিউ নেন স্যান্টনার। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। রুখতে পারেননি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক।

এদিন প্রথমে ব্যাট করে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনাপ ফিল অ্যালেন ৩২ রান করেন। কনওয়ে করেন ২৮ রান। ৩৫ বলে ৬১ রান করেন কেন উইলিয়ামসন। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন জস লিটল(Joshua little)।

 

Image source – Google