চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে ফোনে অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল দাঁইহাট পুরসভার (Daihat Municipality) পুরপ্রধান শিশির কুমার মণ্ডলের (Sisir Kumar Mondal) বিরুদ্ধে।আর সেই বিষয় প্রকাশ্যে আসতেই এই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।শুক্রবার দুপুর বারোটার মধ্যে পুরপ্রধানের পদ থেকে সরে যেতে হবে শিশিরকে,এমনই নির্দেশ দেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা নেতৃত্বকে।এবং বলা হয়েছিল,নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে শৃঙ্খলারক্ষা কমিটি।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার তিনি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।নির্দিষ্ট সময়ের মধ্যেই এই ইস্তফা দিয়েছেন তিনি।

ইস্তফা দিয়ে এই প্রসঙ্গে শিশির মণ্ডল জানিয়েছেন,-দল যা সিদ্ধান্ত নেবে, নির্দেশনা মেনে চলবেন। নিজেকে দলের ‘অনুগত সৈনিক’ আখ্যায়িত করে তিনি বলেন, তিনি কখনও দলের সিদ্ধান্তের বাইরে যাননি। ভাইরাল হওয়া তার বক্তব্য অবশ্যই একটি ষড়যন্ত্র। তিনি বলেন, ‘আমি চাই সত্য বেরিয়ে আসুক।’

এদিকে দাঁইহাট চেয়ারম্যানের এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পূর্ব বর্ধমান বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, ‘তিনি ষড়যন্ত্রের কথা বলছেন। কে চক্রান্ত করছে? এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেও কারা এটা করেছে তা তিনি বলেননি। আসলে, তৃণমূল নিজেদের অপকর্মের জন্য বিপদে পড়ছে।’

 

আরো পড়ুন:Dilip Ghosh:’স্ট্যালিন তো টাকা দেবেন না,টাকা কেন্দ্র সরকার দেবে’ তৃণমূল সুপ্রিমোর বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপের