‘২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন যাঁরা, প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করা হয়েছে’ আদালতে দাবি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
৮ বছর পর, ২০১৪’র টেট নিয়ে, আদালতে নতুন তথ্য দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করা হয়েছে।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী।
বিচারপতি বলেন, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত।
এই পদ্ধতি আদালতের মনে সন্দেহ তৈরি করছে। পর্ষদের যে কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও আদালত সন্দিহান।
সোমবার, হাইকোর্টে, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের ওঠে OMR শিট প্রসঙ্গ।
এদিন ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা
পর্ষদের আইনজীবী জানান, ২০ লক্ষ নয়, ২০১৪-র টেটে (TET) অংশগ্রহণ করেছিলেন ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী।
প্রাথমিক টেট প্রায় ২০ লাখ আবেদন জমা পড়েছিল। কিন্তু পরীক্ষায় বসেছিলেন, ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী।
বাকিরা অনুপস্থিত ছিলেন। এই ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী, প্রত্যেকের OMR Sheet-ই নষ্ট করা হয়।