দুর্গাপুজো,কালীপুজোর পর এবার চার দিনব্যাপী ছট উত্সব শুরু হয়েছে।আর যাকে কেন্দ্র করে অবাঙালি মানুষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।উন্মাদনা কম নয় মধ্যমগ্রামের (Madhyamgram) অবাঙালি মানুষদের মধ্যেও।আর তাই বাংলার বেশ কয়েকটি বড় ঘাটের পাশপাশি মধ্যমগ্রামে বেশ কয়েকটি বড় জলাশয় এই ছট পুজোর আয়োজন করা হয়ে থাকে।আর রবিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) সেই সমস্ত বিভিন্ন ঘাটগুলিতে গিয়ে পুজো দিতে আসা মানুষের সঙ্গে মিলিত হন।
পাশাপাশি রবিবার বিকেলে মধ্যমগ্রামে (Madhyamgram) ছট পুজো উপলক্ষ্যে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হনও তিনি।সাধারণ মানুষের উদ্দ্যেশ্যে শান্তি,সমৃদ্ধির বার্তাও দেন তিনি।দেখা যায় এদিন তিনি মধ্যমগ্রামের গঙ্গানগরে অনুষ্ঠানে যেমন ছটপুজো উপলক্ষ্যে তিনি উপস্থিত ছিলেন।তেমনি তিনি ছিলেন মধ্যমগ্রামের বাদু রোড আবদালপুরেও।অর্থাৎ রবিবাসরীয় পুরো দিনটিই তিনি ছটপুজোয় নিজেকে অব্যাহত রেখেছিলেন।
এরমধ্যেই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে রথীন ঘোষ (Rathin Ghosh) বলেন,-“প্রত্যেক বছরের মতো,এবছরও মহা সমারোহে ছটপুজোর আয়োজন করা হয়েছে মধ্যমগ্রামে।সমস্ত ঘাটে হাজার হাজার মানুষের ঢল নেমে পড়েছে।আমি সকলের জন্য ছটি মাইয়ার কাছে প্রার্থনা করেছি।ছটি মাইয়া যেন আপনাদের ভাল রাখেন,সুস্থ রাখেন,এবং শান্তি,সমৃদ্ধ বজায় রেখে আপনাদের সমস্ত মনবাঞ্ছা পূর্ণ করে।”
আরো পড়ুন:Naihati:উত্তপ্ত নৈহাটি!ভাঙচুর মূল অভিযুক্তের বাড়ি