রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের প্রধান কারিগর বিরাট কোহলি। তাঁর ৮২ রানের ইনিংসের উপর ভর করে পাকিস্তানকে টানটান ম্যাচে শেষ বল জয় ছিনিয়ে নিয়েছে ভারত। রবিবার এই সাফল্যের মধ্যে আরও একটি নজির অর্জন করলেন বিরাট কোহলি।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে(ind vs pak) অর্ধ-শতরান করার সঙ্গেই বিরাট কোহলি আইসিসি ইভেন্টে সর্বাধিক অর্ধ-শতরান সংগ্রহকারীদের মধ্যে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন। আইসিসি ইভেন্টে সচিনের অর্ধ-শতরান সংখ্যা ২৩। সেখানে রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি ২৪তম অর্ধ-শতরান করেন বিরাট।

পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ১৫৯/৮ রান তোলে রবিবারের মহারণে ভারতের বিরুদ্ধে(ind vs pak) । মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং তিনি সহযোগীতা পান হার্দিক পাণ্ডিয়ার। বিরাটের ৮২ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ম্যাচটি শেষ বলে জিতে নেয় ভারত। এই জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত।

 

Image source – google