তৃণমূল নেতার (TMC Leader) ফেসবুক থেকে হয়ে চলেছে একের পর এক বিজেপির তরফে পোস্ট! ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat)।
ইতিমধ্যেই ফেসবুক হ্যাকের অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ওই তৃণমূল(Tmc) নেতার নাম স্বপন বর্মন।
বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিনি। গতকাল অর্থাৎ সোমবার আচমকাই দেখা যায়, তাঁর ফেসবুকে বিজেপির সমর্থনে একাধিক পোস্ট।
স্বাভাবিকভাবেই তা নিয়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাঁকে ঘিরে তৈরি হয় দলবদলের জল্পনা।
কিন্তু স্বপনবাবু জানান যে তিনি এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে। তিনি এমন পোস্ট করেননি।
কে বা কারা এর সঙ্গে জড়িত তা তার অজানা বলে জানান। জানা গিয়েছে, গত ২ এবং ৪ জানুয়ারি তারিখেও স্বপন বাবুর প্রোফাইল থেকে অপ্রাসঙ্গিক কিছু পোস্ট করা হয়েছিল।
সেই সময় বিষয়টিকে গুরুত্ব না দিলেও আবার ওই তৃণমূল(Tmc) নেতার ফেসবুক প্রোফাইল থেকে বিজেপির হয়ে পোস্ট হওয়ায় তিনি নড়েচড়ে বসেন। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে তদন্ত।