আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন (Mamata) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে মালবাজারে থাকবেন মুখ্যমন্ত্রী।
এবারের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক সভার পাশাপাশি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে মালবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আজ রাতে সেখানেই কাটাবেন তিনি। মালবাজারে মুখ্যমন্ত্রী থাকতে পারেন তেসিমলা পঞ্চায়েতের একটি খামারবাড়িতে।
ওই খামারবাড়িটি মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই ঢেলে সাজানো হয়েছে ওই খামারবাড়িটিকে।
তার আশেপাশের এলাকাগুলিও সাজিয়ে তোলা হয়েছে। আগামিকাল মালবাজারে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে পারেন।
এই প্রশাসনিক সভার ফাঁকে তাঁর কথা হতে পারে মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনে স্বজনহারা পরিবারগুলির সদস্যদের সঙ্গে।
বিজয়া দশমীর দিন মাল নদীতে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়েছিল। আচমকাই মাল নীতে হড়পা বান নামে। ৮ জনের মৃত্যু হয়েছে ওই বিপর্যয়ের জেরে।
আগেই মৃতদের পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এবার সরাসরি শোকগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাত্ করবেন মুখ্যমন্ত্রী।
১৯ অক্টোবর শিলিগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। কাওয়াখালিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata) উপস্থিতিতে ওই বিজয়া সম্মিলনীতে এলাহি আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খর।
রাজকীয় আয়োজনে এই বিজয়া সম্মিলনী ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।