হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন (Chhattisgarh) ছত্তিশগড় বিধানসভার ডেপুটি স্পিকার মনোজ সিং মান্ডাবি।
বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই শারীরিক অস্বস্তি শুরু হয় মান্ডাবির।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ডেপুটি স্পিকারকে প্রথমে চারামার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে ওই হাসপাতালের চিকিত্সকেরা তাঁকে ধামতারির একটি হাসপাতালে ভর্তির সুপারিশ করেন।
মনে করা হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত
করার কারণে ডেপুটি স্পিকারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিজের টুইটার হ্যান্ডেলে ডেপুটি স্পিকারের
প্রয়াণের খবর দিতে গিয়ে জানান, মনোজ সিং মান্ডাবি রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সা চলাকালীন ডেপুটি স্পিকার গুরুতর হৃদরোগে আক্রান্ত হন।
চিকিত্সকেরা তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি।
ডেপুটি স্পিকারের প্রয়াণে রাজ্য সরকার শোকস্তব্ধ। পরিবারের প্রতি জানায় সমবেদনা।
তিনবারের বিধায়ক ছিলেন মনোজ সিং মান্ডাবি।উপজাতি সম্প্রদায়ের একটি মুখ ছিলেন তিনি।
অজিত যোগী সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র এবং কারা দফতরের মন্ত্রী ছিলেন।
ছত্তিশগড়ের (Chhattisgarh) রাজনীতিতে মান্ডাবি একটি জনপ্রিয় মুখ বলেই পরিচিত। আচমকা তাঁর প্রয়াণে কংগ্রেস শিবিরে শোকের ছায়া।