৩৫ বছরের রেকর্ড ভেঙে গত মার্চে টানা দ্বিতীয়বার কোনও সরকার ক্ষমতায় টিকে গিয়েছে উত্তরপ্রদেশে।
যোগী আদিত্যনাথ সরকারের পর হিমাচল প্রদেশে (Himachal elections 2022) বিজেপির জয়রাম ঠাকুরেরও জুটতে পারে একই সাফল্য।
শুক্রবারই নির্বাচন কমিশন হিমাচল প্রদেশের বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে।
ওই রাজ্যে এক দফায় ভোট নেওয়া হবে আগামী মাসের ১২ তারিখ। সেখানে বিধানসভার মোট আসন ৬৮।
ভোট সমীক্ষক সংস্থা সি ভোটার গত সপ্তাহে গুজরাত নিয়ে প্রাক সমীক্ষা রিপোর্ট ঘোষণা করেছে।
তাতে তারা বলেছে, প্রধানমন্ত্রীর রাজ্যে তাঁর দলই ফের ক্ষমতাসীন হতে চলেছে।
বিজেপি ওই রাজ্যে ১৯৯৬ সাল থেকে ক্ষমতায় (Himachal elections 2022)।
কিন্তু হিমাচলে গত ৩৭ বছরে সরকার টানা দুটি টার্ম ক্ষমতায় টিকতে পারেনি।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী হিমাচলে ৬৮ আসনের মধ্যে এবার ৩৮
থেকে ৪৪টি পেতে পারে ক্ষমতাসীন বিজেপি। কংগ্রেস পেতে পারে ২০টির মতো আসন।
আম আদমি পার্টি গুজরাতের মতো হিমাচলেও জোর লড়াই করছে। কিন্তু সি ভোটারের সমীক্ষা বলছে, তারা বড়জোর একটি আসন পেতে পারে।
বিজেপি গতবারের ভোটে হিমাচলে (Himachal elections 2022) ৪৪টি আসন পেয়েছিল।
কংগ্রেস পেয়েছিল ২১টি বিধানসভা। সমীক্ষায় ফল অনুযায়ী এবারও তারা ক্ষমতায় ফিরতে না পারলেও ভরাডুবি হওয়ার সম্ভাবনা কম।
সমীক্ষায় পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে বেশিরভাগ মানুষ ক্ষমতাসীন জয়রাম ঠাকুরের কথাই বলেছেন।
তাঁর কাজকর্মে খুশি ৭১ শতাংশ ভোটার। তবে তাঁকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে দেখতে আগ্রহী ৩৮ শতাংশ লোক।
লক্ষনীয় হল, কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন ২৬ শতাংশ ভোটার।
তৃতীয় পছন্দ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিমা সিং। তিনি হিমাচলের ছয়বারের কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী।
অনেকদিন পর বীরভদ্রকে ছাড়া এবার লড়াই করতে হবে কংগ্রেসকে। বছরের গোড়ায় প্রয়াত হয়েছেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।