রবিবার আরও একবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার হলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। করোনা পরিস্থিতিতে বাকি পুরভোট করানো নিয়ে ফের কমিশন থেকে শাসকদলকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতিতে প্রচার নিয়ে কমিশনের নির্দেশিকা। সেই নিয়েই রবিবার প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ।
রাজ্যের নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, করোনা সংক্রমণ এড়াতে ভোট প্রচারে সভা, মিছিল ইত্যাদি বন্ধ রাখা হোক।
নিউটাউন ইকোপার্কে রবিবার প্রার্তভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,
‘কমিশন যদি নির্দেশ দেয় তাহলে বন্ধ করা উচিত। আমরা তো আগে থেকেই বলেছিলাম ভোট করার মতো পরিবেশ নেই।
একদিকে রাজনৈতিক হিংসা, অন্যদিকে রয়েছে করোনার ভয়।’
এমন পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া কিভাবে সফল করা সম্ভব হবে সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এখানেই শেষ নয়, বিজেপি(BJP) নেতা দিলীপ ঘোষের আরও অভিযোগ, ‘কমপক্ষে বিশ হাজারের কাছাকাছি সংক্রমণ হচ্ছে রোজ।
বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যে এলাকায় আক্রান্ত বেশি সেখানেই হচ্ছে নির্বাচন।
বাকি শহরগুলিতেও একইরকম পরিস্থিতি। আমরা তো গত দু’বছর ধরে বলে আসছিলাম, তখন নির্বাচন করা হয়নি।
এখন দুই-এক মাস পিছিয়ে দিলে তো অসুবিধা হওয়ার কিছু নেই।’
সংক্রমণে লাগাম দিতে প্রশাসনের পদক্ষেপ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,’ প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি!
স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হল, লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হল।
এদিকে কলেজ স্ট্রিটের বই পাড়াতে বইমেলার মতো ভিড়। কোথাও কিছু বন্ধ নেই। পার্লারও খুলে দেওয়া হয়েছে।’