গরু পাচার মামলায় পূর্বেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন (Sukanya Mondal) বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

এরপর তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে।

সেই সম্পত্তির মধ্যেই রয়েছে মেয়ের সুকন্যা মণ্ডলের কোম্পানির এএনএম অ্যাগ্রোকেম।

এবার আগামী সোমবারের মধ্যে (Sukanya Mondal) সুকন্যা মণ্ডল এবং অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুতের মালিকানাধীনে থাকা এই কোম্পানির সমস্ত নথি জমা করার নির্দেশ দিল সিবিআই।

গরু পাচার মামলায় বিভিন্ন দিক থেকে তত্‍পর ভূমিকা গ্রহণ করছে সিবিআই ।

একদিকে যেমন কোম্পানির আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত নথি এবং অন্যান্য নথি সোমবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

তেমনই আজ সিবিআই আধিকারিকরা শিব শম্ভু রাইস মিলে গিয়ে হাজির হন।

সূত্রের খবর অনুযায়ী, এই শিব শম্ভু রাইস মিলের মালিক অনুব্রত ঘনিষ্ঠ। এই মিলে অনুব্রতর টাকা খাটানো হয়েছিল কিনা সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য আগেও সিবিআই এর অভিযান চলেছে সেখানে।

এদিন ওই মিল মালিককে মিল সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বোলপুরের সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে নানুরের সাব রেজিস্টার অফিসারকেও।

সব মিলিয়ে এই গরু পাচার মামলায় পুজোর পরে বেশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার এএনএম অ্যাগ্রোকেম নামক ওই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং বিদ্যুত্‍ বরণ গায়েন।

এই বিদ্যুত্‍ বরণ গায়েন অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা যায়। এছাড়াও সিবিআই সূত্রের খবর, পেশায় প্রাথমিক শিক্ষিকা সুকন্যা একাধিক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

তাঁর নামে থাকা চালকলের হদিশ আগেই পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর এবার সিবিআইয়ের হানা শিব শম্ভু রাইস মিলে।