মঙ্গলবার সকালেই গ্রেফতার হয়েছেন (Primary Education) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।
আর কাকতালীয়ভাবে এদিন সন্ধ্যাতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন নয়া সভাপতি গৌতম পাল।
২০১৪ ও ২০১৭ সালে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। এবছরই চাকরি দেওয়া হবে বলে বড় আশ্বাস দিয়েছেন তিনি।
সংসদ সূত্রে খবর, চলতি বছরে প্রায় ১১ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার চেষ্টা চলছে।
জানুয়ারিতে আবার পোস্ট চাইবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছিলেন তাঁরাও আবেদন করতে পারবেন। চেষ্টা করব এবছরই চাকরি দেওয়ার। আশা দিলেন পর্ষদের নয়া সভাপতি।
এদিকে পর্ষদ সভাপতির এই ঘোষণার জেরে নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন অসংখ্যা চাকরিপ্রার্থী।
প্রতি বছরেই টেটের (Primary Education) নিয়োগের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, আমরা যে নোটিফিকেশন দিয়েছি সেই অনুসারে ২০১৪ ও ২০১৭ সালের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আমি চাইব এবছরের মধ্যেই তাদের নিয়োগ দেওয়ার জন্য। আমি মনে করি বছরে দুবার নিয়োগ হবে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে টেট ২০১৪তে ২০,০১,৩০১ জন টেট পরীক্ষায় বসেছিলেন। ১,২৪,৯৫২জন টেট কোয়ালিফাই করেছিলেন।
নিয়োগ প্রক্রিয়ায় রেজিস্টার্ড প্রার্থীর সংখ্যা ছিল ১,১৮.৮২১জন। আর প্যানেলভুক্ত প্রার্থীর সংখ্যা ৪২,৬২৭জন।