ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বিতীয় সিনিয়র বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে তাঁর উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন।মঙ্গলবার সকালেই তিনি এই সংক্রান্ত একটি চিঠি বিচারপতি চন্দ্রচূড়কে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি দেন বিচারপতি ইউইউ ললিত।সেই চিঠিতে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁকে উল্লেখ করা হয়েছে।এদিকে বিচারপতি ললিত এই বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য,বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত আগামী ৮ নভেম্বর অবসর গ্রহণ করেন।পরের দিন, অর্থাত্‍ ৯ নভেম্বর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়) দায়িত্বভার গ্রহণ করবেন।প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। সেই প্রথা মেনেই সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে বৈঠকে কেন্দ্রের হাতে চিঠি তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ললিত। ফলে দেশের ৫০তম প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি চন্দ্রচূড়।

 

আরো পড়ুন:Manik Bhattacharya:রাতভর ম্যারাথন জেরা শেষে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক!