মদন মিত্র ( Madan Mitra ) মানেই ব্যতিক্রম। এবার ভাইরাল হল উত্তর ২৪ পরগনার এক সভায় মদনের এক মন্তব্য।
ইদানীং কালে রাজনৈতিক তরজা শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না। ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়াছুড়িও চলতে থাকে।
প্রায় সব রাজনৈতিক দলের নেতাদেরই দেখা গিয়েছে এই ট্রেন্ডে গা ভাসাতে।
এবার এই স্রোতের উল্টোদিকে হাঁটবেন বলে জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
দক্ষিনেশ্বরে একটি অনুষ্ঠানে গিয়ে মদন মিত্র বলেন, ‘ ইদানীং, রাজনৈতিক নেতাদের তর্ক বিতর্ক এমন একটা পর্যায়ে চলে গেছে পাড়ার
কুকুর, যেগুলো আছে ঘেউ ঘেউ করে , ওরাও এতো অসভ্যতা করে ঘেউ ঘেউ করে না l ‘
মদন এদিন চাঁচাছোলা ভাবেই বলেন, ‘ রাজনৈতিক নেতাদের যে বিতর্ক
সেটা এমন একটা লেভেলে চলে গেছে, পাড়ার কুকুর যেগুলো আছে, ঘেউ ঘেউ করে , ওরাও এত অসভ্যতা করে না।
সেই জন্য আমি গতকাল থেকে ঠিক করেছি, কারও বিরুদ্ধে বলতে
গেলে একটা গান গেয়ে বলব এবং তাঁকে বলব আমার বিরুদ্ধে যা রাগ তা গান গেয়ে তা একটা গান গেয়ে বলতে । ‘