অবৈধভাবে চাকরি পেয়েছেন, এরকম সবাইকে জেলবন্দি করতে চাই। আদালতে এমনটাই জানাল (CBI) সিবিআই।
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত্কুমার বাগের কমিটির তরফে হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানানো হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও, নিয়ম
ভেঙে SSC-র মাধ্যমে গ্রুপ C-তে ৩৮১ জনকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল।
৩৮১ জনের মধ্যে এরকম অনেকেই আছেন, যাঁদের খুঁজে বের করতে হবে।
CBI-এর আইনজীবী জানান, তাঁরা প্রত্যেককেই জেলবন্দি করতে চান। কারণ যাঁরা বাইরে আছেন, তাঁরা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।
দুর্গাপুজোটা জেলেই কেটেছে, লক্ষ্মী পুজোতেও সেখানেই থাকতে হচ্ছে, SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,
মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র
প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা এবং দুই মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিং-কে।
প্রত্যেককেই ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
SSC’র গ্রুপ C’তে নিয়োগ দুর্নীতি মামলায়, চার্জশিট পেশের পর, বুধবার
প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়-সহ ৬জনকে আলিপুর আদালতে পেশ করেছিল CBI।
আইনজীবী সওয়াল করেন, যাঁরা গ্রেফতার হয়েছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁদের প্রত্যেকের যোগসাজশ রয়েছে।
শুনানিতে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, SSC-র পাঠানো লক্ষ লক্ষ সুপারিশপত্রে সই করতে হত।
তাই সেখানে কল্যাণময়ের স্ট্যাম্প সই ব্যবহার করা হত। লক্ষ লক্ষ কাগজ দেখে সই করা সম্ভব ছিল না।