নিয়োগ দুর্নীতির পান্ডা, চার্জ শিটে স্পষ্ট করে দিল সিবিআই
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি পার্থর মাথাতেই ছকা।
চার্জশিট পেশ করে এমনই দাবি করেছে সিবিআই। শুক্রবার তদন্ত শুরুর ৫১ দিন পর আলিপুর আদালতে চার্জশিট পেশ করে সিবিআই।
যাতে স্পষ্ট, জেরায় লাগাতার মিথ্যে বলে গিয়েছেন (Partha) প্রাক্তন শিক্ষামন্ত্রী।
সিবিআইয়ের দাবি, গোটা নিয়োগ দুর্নীতির পরিকল্পনা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজে।
শান্তিপ্রসাদ, সুবীরেশ কাকে কোথায় কী ভাবে ব্যবহার করা হবে তাও ঠিক করেন তিনি।
কী ভাবে নম্বর বদলে একজনের জায়গায় আরেকজনকে চাকরি দেওয়া হবে তাও তিনিই ঠিক করেছিলেন।
কে কে টাকা তুলবে তাও ঠিক হয়েছিল পার্থর নির্দেশে। এমনকী টাকা কী ভাবে নেওয়া হবে তাও ঠিক করে দিয়েছিলেন তিনি।
চার্জশিটে বলা হয়েছে, দুর্নীতির এজেন্সিতে পরিণত হয়েছিল উপদেষ্টা কমিটি। পার্থ চট্টোপাধ্যায়ই তাঁদের দুর্নীতিতে নিমজ্জিত করেছিলেন।
শুক্রবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহাসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই।
এর আগে এই মামলায় চার্জশিট দিয়েছিল ইডি। সেখানেও ব্যাপক দুর্নীতির অভিযোগ করা হয়েছিল।