IMC 2022 প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রদর্শনী থেকে আনুষ্ঠানিকভাবে Jio 5G নেটওয়ার্ক চালু করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে Jio ইঞ্জিনিয়ারদের একটি টিমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কীভাবে Jio 5G প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়ন করা যায়, সেই নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন দিল্লির এই প্রদর্শনীতে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান, রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি এবং জিও-র
চেয়ারম্যান আকাশ আম্বানি উপস্থিত ছিলেন। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ইভেন্ট।
শনিবার, ১ অক্টোবর থেকে দেশের ১৩টি শহরে 5G চালু করার আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিম শুরু হয়েছে। ভারতের তিন শীর্ষ টেলিকম অপারেটর – রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া (ভি), এবং
এয়ারটেল এই অনুষ্ঠানে ভারতে 5G প্রযুক্তির ভবিষ্যত সম্ভাবনার বিষয়ে টেক ডেমো দেবে।
মুকেশ-পুত্র আকাশের সঙ্গে জিও-র ডেমো নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
তাঁর সঙ্গে ছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। নিজে হাতেই ডেমো দেন জিও-র চেয়ারম্যান আকাশ।
Jio Glass পরতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। পুরোটা ব্যাখা করেন আকাশ আম্বানি।
রিপোর্ট অনুযায়ী, প্রথম ধাপে ভারতের ১৩টি বড় শহরে 5G রোলআউট হবে।
সেগুলি হল আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুনে।
5G ভারতের টেলিকম ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।