পুজোর মরশুমে সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।আগামী ১০ অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই।শুক্রবার রায়ে এমনটাই ঘোষণা করা হয়।রায়দান স্থগিত রাখা হলেও সুপ্রিম কোর্ট জানায়, যতদিন না রায় দেওয়া হচ্ছে ততদিন মামলাকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তবে মানিককেও সহযোগিতা করতে হবে তদন্তে।
জানা যায়,শুক্রবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্য দুর্নীতির কিংপিন। উভয়পক্ষের সওয়াল জবাব শুনে এদিন দেশের শীর্ষ আদালত জানায়, আগামী ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। উল্লেখ্য এর আগে বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানিকের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের সর্বোচ্চ আদালত জানায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত চলবে তবে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। উল্লেখ্য মঙ্গলবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বুধবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। এরপর সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত,মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। মানিককে আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। সিবিআইকে তদন্তে সবরকমের সহযোগিতা করার কথাও বলা হয়। তিনি যদি সহযোগিতা না করেন, প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ এবং তাঁর বিরুদ্ধে সবরকম পদক্ষেপ নেওয়ারও অনুমতি দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়ে যান তিনি। সেই রক্ষাকবচ পুজো পর্যন্ত বহাল রইল।এখন এইটাই দেখার শেষ পর্যন্ত মানিকের ভবিষৎ কি হয়।
আরো পড়ুন:Rathin Ghosh:পুজোর মরশুমে অনাথ শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন খাদ্যমন্ত্রী!