মুঘল সম্রাট আওরঙ্গজেবের থেকে বেশি মন্দির ধ্বংস করেছেন ভারতের (Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই দাবি করলেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত রাজেন্দ্র প্রসাদ তেওয়ারি।
সাক্ষাত্কারে রাজেন্দ্র জানান, মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেন মারাঠা ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্ট ও রাজা টোডর মল।
পরে অবশ্য শাহজাহান পুত্র আওরঙ্গজেব সেই মন্দির ধ্বংস করে। তার আগেই শিবলিঙ্গটি নিজেদের বাড়িতে এনে রেখেছিলেন রাজেন্দ্রর পূর্বপুরুষ।
পরে রানি অহল্যাবাঈ হোলকার ওই বাড়ির একটি জায়গায় মন্দির আবার প্রতিষ্ঠা করেন।
রাজেন্দ্রর অভিযোগ, নিজেদের স্বার্থে ইতিহাস বিকৃত করছে কেন্দ্রের শাসক দল।
কয়েক মাস আগেই ঘটা করে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, এই করিডর নির্মাণের জন্য প্রায় ২৮৬টি শিবলিঙ্গ তুলে ফেলা হয়।
এর তীব্র প্রতিবাদ জানিয়ে ওই মোহন্ত বলেন ‘আওরঙ্গজেব নিজে না এলেও তাঁর শাসনকালেই বিশ্বনাথ মন্দির ধ্বংস করা হয়।
ঐতিহাসিকরা তাই আওরঙ্গজেবকেই এই কাজের জন্য দায়ী করেছেন।
আজ নরেন্দ্র মোদির (Modi) জমানায় একাধিক হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছে এই করিডর। তাই এটার দায় তো তাঁর উপরেই বর্তায়।’