মহালয়ার আগেই পুজো মণ্ডপগুলির উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই বাংলার বহু পুজোর উদ্বোধন হয়েছে তাঁর হাত ধরে।
বর্তমানে দাবি উঠেছে, মুখ্যমন্ত্রী একদিনে ৫০০ পুজোর উদ্বোধন করেছেন যে কারণে গিনেস বুকে নাম উঠতে চলেছে।
এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি নেতা বলেন, ‘ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন।
সবটাই ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গিনেস বুকে নাম উঠবে।’
বুধবার কলকাতার একটি পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে ঢাক বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,
‘এখন আর কেউ বাজায় না তাই নিজেকেই নিজের ঢাক পেটাতে হচ্ছে। স্বেচ্ছাচারীতার পরিণতি এটাই হয়।’
পুজোর সময় কিছু লোক জেলে থাকবেন কয়েকজন পালিয়ে যাবেন,
দিলীপ ঘোষের মন্তব্য, ‘কিছু লোক তো জেলে থাকবে সেটা ঠিক হয়েই গেছে।
আর সুযোগ নেই বেরোনোর। বাকিরা নোটিশ পাচ্ছেন পালিয়ে গেছেন, এখন দিল্লিতে থাকছেন মানিক বাবু।
অনেকে যেই চিঠি পাবেন তখনই অন্য রাজ্যে পালিয়ে যাবেন। বাংলার বাইরে বা অন্য দেশে চলে যাবেন।
এটা হবেই যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছেন তারা এই পুজোয় আনন্দ করতে পারবেন না।’