তৃণমূল স্তরে জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে সরকার ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধের কাজ করেন (Asha Worker) আশা কর্মীরা।
পুজোর আগে এইবার তাদের এই অবদানকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আশা কর্মীদের জন্য এবার প্রায় দ্বিগুণ উত্সব বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার টাকা।
বুধবার আলিপুর বডিগার্ড লাইনের দুর্গাপুজোয় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। সেখানেই ঘোষণা করেন এই নিয়ে।
বলেন, শহরের আশাকর্মীরা (Asha Worker) বোনাস পান সাড়ে চার হাজার টাকা। তবে রাজ্যের অন্যান্য জেলার আশাকর্মীরা বোনাস পেতেন দুই-আড়াই হাজার টাকা।
এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।
অন্যদিকে, এদিন সুরুচি সঙ্ঘের পুজোয় তালে তালে ঢাক বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়ার দিন বিকেলে তিনি উপস্থিত হয়েছিলেন সুরুচি সঙ্ঘে। ফিতে কাটার আগেই কাঁধে তুলে নিয়েছিলেন ঢাক।
এভাবেই এসেছিলেন মণ্ডপের মূল দ্বার পর্যন্ত। কাঁধে ঢাক নিয়েই কেটেছিলেন ফিতেও।
মণ্ডপে প্রবেশ করে বোল তুলেছিলেন ঢাকে। তাঁর সঙ্গে ঢাক বাজিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমও।