দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প খুব ভালোভাবে সাড়া ফেলেছে রাজ্য।তৃতীয় দফা রাজ্যে ক্ষমতায় আসার পরই দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।কিন্তু রাজ্য সরকারের সেই জনপ্রিয় প্রকল্প বেআইনি বলে ঘোষণা করল এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

মূলত যে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের আওতায় রাজ্য সরকার গ্রাহকদের বাড়ি পর্যন্ত রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সুবিধা চালু করেছে।সেই দুয়ারে রেশন প্রকল্প নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে।গত বছর অগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা করেছিল।তাঁদের বক্তব্য ছিল, ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না।

মামলাকারী শেখ আবদুল মাজি বলেন, ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী হল দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালাচ্ছিল। কখনও ডিলারদের ভয় দেখিয়ে, জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য সরকার। এদিন প্রকল্পটাকেই বেআইনি ঘোষণা করেছে আদালত।’

দিল্লিতেও (Delhi) এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।কিন্তু আদালত অনুমতি দেয়নি।কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা। কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন।

তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ এদিন দুয়ারে রেশনকে বেআইনি বলে রায় দিয়েছে।যা খুব স্বাভাবিকভাবেই রাজ্যের জন বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ।এমনি একের পর এক ধাক্কা পাচ্ছে রাজ্য সরকার।যা নিয়ে এমনি চিন্তার শেষ নেই তৃণমূলের অন্দরে।একদিকে দুর্নীতি ফাঁস,গ্রেফতার,অন্যদিকে দলের অন্দরেই ঝামেলা,যা নিয়ে এমনি চিন্তার শেষ নেই।তারওপর এবার রাজ্য সরকারের প্রকল্প নিয়েও শুরু হলো নতুন করে চিন্তার ভাঁজ।

 

আরো পড়ুন:Mamata Banerjee:তৃতীয়ায় ভবানীপুরেই জনসংযোগ করবেন মুখ্যমন্ত্রী!