এই দুর্গাপুজো জেলেই কাটবে (Anubrata) অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন তিনি।
বুধবার মামলার শুনানিতে তিনি জামিনের আর্জি জানালেও তা খারিজ করে দিয়েছে আদালত। আসানসোলের বিশেষ আদালত জামিনের আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছে আপাতত জেলেই থাকবেন তিনি।
ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৫ অক্টোবর।
আজ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাঁর জামিনের আর্জি জানান। তুলে ধরেন অনুব্রতর শারীরিক অসুস্থতার কথা।
আজ আইনজীবীরা আদালতে বলেন, গরু পাচার মামলায় মূল অভিযুক্তরা অনেকেই জামিন পেয়ে গিয়েছেন।
এদিকে কোনও চার্জশিটে নেই অনুব্রতর নাম, তবু বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করা হচ্ছে।
সূত্রের খবর, পুজোর কথা জানিয়ে নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন খোদ অনুব্রত।
যদিও সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, তিনি প্রভাবশালী, জেলের বাইরে থাকলে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন।
তবে আজ শুনানির পর আদালতের পক্ষ থেকে দেওয়া নির্দেশানুসারে পুজো জেলেই কাটাবেন (Anubrata) অনুব্রত।
সূত্রের খবর, আজ সতীর্থ পার্থ চ্যাটার্জির খোঁজও নিয়েছেন অনুব্রত মণ্ডল। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর এখন সিবিআই হেফাজতে রয়েছেন তিনি।