দুইদিন আগেই অনন্তনাগে এক এনকাউন্টারে খতম হয়েছে সমীর দার(Samir Dar) নামক এক জঙ্গি।
ডিএনএ পরীক্ষার পর জম্মু ও কাশ্মীরের তরফে জানিয়ে অবশেষে দেওয়া হল যে ২০১৯ সালের পুলওয়ামা হামলায় জড়িত অন্তিম জীবিত জঙ্গি ছিল সমীর।
এই জইশ জঙ্গির মৃত্যুর পর পুলওয়ামা হামলায় জড়িত আর কোনও জঙ্গি বেঁচে নেই বলে সাফ জানিয়ে দিল কাশ্মীর পুলিশ।
জানা গিয়েছে প্রাথমিক ভাবে সমীর দারকে(Samir Dar) অন্য এক জঙ্গির পরিচয়ে চিহ্নিত করা হয়েছিল।
তবে নিরাপত্তারক্ষীরা তার চেহারা দেখে নিশ্চিত ছিলেন না।
তাই ডিএনএ টেস্ট করা হয় এবং তাতে দেখা যায় মৃত জঙ্গি আদতে পুলিশ রেকর্ডে থাকা সমীর দার।
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর থেকে প্রায় তিন বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছে এই জঙ্গি।
এর আগে মনে করা হয়েছিল যে ২০২১ সালের ৩১শে জুলাই জইশ-ই-মহম্মদের কমান্ডার মহম্মদ ইসমাইল আলভি তথা লম্বুর সঙ্গে তখনই খতম করে দেওয়া হয়েছিল সমীর আহমেদ দারকে(Samir Dar)।
তবে পরে অগস্ট নাগাদ ‘হিন্দুস্তান টাইমস’ এক গোয়েন্দাকে উদ্ধৃত করে দাবি করেছিল যে পুলওয়ামা হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গির এখনও মৃত্যু হয়নি, সে পলাতক। ২০১৮ সালে জইশে যোগ দিয়েছিল সমীর।
২০২১ সালে সে জঙ্গিকে সমীর(Samir Dar) বলে ভুল করা হয়েছিল,
সেই জঙ্গির ছবি সমীরের পরিবারকে দেখানো হলে গোয়েন্দাদের ভুল ভেঙেছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া রক্তাক্ত হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল এই সমীর।
পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালিয়ে ৪০ জন জওয়ানের হত্যা করা হয়েছিল।
আরও পড়ুন-
Bangla Pokkho: স্লট পাচ্ছে না বাংলা সিনেমা, মমতাকে চিঠি বাংলা পক্ষের