শুভেন্দু-সুকান্ত-দিলীপের (BJP) ওপর চটলেন মোদী শাহরা। বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই দলের তিন মাথাই ছিলেন না ময়দানে ।
যখন নিচু তলার কর্মীরা পুলিশের জল কামানেও মাটি কামড়ে পড়েছিল, সেইসময় এই তিন জন ছিলেন না ময়দানে।
তাই ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কর্মীদের ভিড়িয়ে দিয়ে শুভেন্দু, সুকান্ত ও দিলীপরা কিন্তু নিজেরা গা বাঁচিয়েছেন।
সূত্রের খবর, দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরণের কর্মসূচি নেওয়ার আগে যেন নেতারা পাঁচবার ভাবনাচিন্তা করে ।
কারণ কেন্দ্রীয় নেতৃত্ব চায়নি যাতে মমতার পুলিশের হাতে বিজেপির কোনো কর্মী জখম হোক।
কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানতো তৃণমুল বিজেপির এই মিছিল শক্ত হাতে দমন করার চেষ্টা করবে।
তবে এই মিছিলে শুভেন্দু-সুকান্ত-দিলীপের (BJP) ভূমিকায় ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃত্ব।