তিনদিনের (Mamata Banerjee) সফর শেষ করে বৃহস্পতিবারই কলকাতা ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাওয়ার আগে দশ হাজার বেকার যুবক-যুবতীর হাতে তুলে দিয়ে গেলেন চাকরির নিয়োগপত্র।
মুখ্যমন্ত্রীর এই অভিনব কর্মসংস্থানের প্রয়াসে উদ্বুদ্ধ জঙ্গলমহলের যুবক-যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষ।
এদিন মঞ্চ থেকে মমতা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাফ জানিয়ে দেন,
‘আগামী চার-পাঁচ বছরের মধ্যে কর্মসংস্থানে বাংলাকে এক নম্বরে নিয়ে যাব। এটা আমার চ্যালেঞ্জ।’
গত কয়েক বছরে কত চাকরি দিয়েছেন, এদিন তারও হিসেব দেন মমতা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, অনেকে চোখে দেখতে পায় না।
লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। সারা ভারতবর্ষে চাকরির সংখ্যা ৪৫ শতাংশ কমে গিয়েছে।
কিন্তু বাংলায় বেকারির সংখ্যা কমিয়ে আমরা ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি। আসলে আমরা চুপচাপ কাজ করি বলে লোকে জানতে পারে না।