বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijan) আজ মঙ্গলবার। চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পদ্ম শিবির। পাশাপাশি বিজেপির এই নবান্ন অভিযান ঘিরে তত্পর প্রশাসনও।
নবান্ন অভিযান (Nabanna Abhijan) রুখতে রাস্তার বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুতেও বসানো হয়েছে ব্যারিকেড।
বিজেপির মিছিল যাতে হাওড়ার দিকে যাওয়া আটকাতেই এই আয়োজন।
এদিন সকাল হতেই সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে পুলিশি তত্পরতা চোখে পড়ার মতো।
গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সাঁতরাগাছি কোনা হাইওয়ে এক্সপ্রেস। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে এই সাঁতরাগাছি দিয়েই।
পাশাপাশি গার্ডরেল মজবুত করতে ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের মাধ্যমে রাস্তার সঙ্গে গর্ত করে বসিয়ে দেওয়া হচ্ছে। যাতে কোনও ভাবেই এই
গার্ডরেল টপকে বিজেপি কর্মী-সমর্থকরা নবান্নর দিকে না আসতে পারেন।
পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ ও দুটি জলকামানও মজুত করা হয়েছে।
একই ছবি দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে। এখানেও দেখা গেল পুলিশি নিরাপত্তা।
সেইসঙ্গে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জিটি রোডের ওপর লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আনা হয়েছে জল কামান।
হাওয়া ময়দান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল যাওয়ার কথা। মিছিল আটকাতেই এই ব্যারিকেড বসানো। সেইসঙ্গে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।