গরু পাচার কান্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আদালতের রায়ে আপাতত আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সমাবেশ থেকে আরও একবার প্রিয় ‘কেষ্ট’র পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মূলত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এক অধিবেশন ছিল।সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা কেষ্টকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাবছেন কেষ্টকে জেলে বন্দি করে বীরভূমের সিটগুলি দখল করবেন?যতদিন না বেরোচ্ছে লড়াই চলবে।’ কর্মীদের তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনবেন। ফুলমালা দিয়ে সংবর্ধনা দিলেন। মন কি বাত, মন কি ব্যাথা হয়ে যাবে।’
একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, কেষ্টকে জেলবন্দি রেখে ভেবেছে দুটো লোকসভা আসন দখল করবে। ভাবছে তৃণমূলের কয়েক জন নেতাকে গ্রেফতার করলে কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু তা হবে না। মমতার আরও অভিযোগ, প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেওয়া হয়।বিজেপি সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশের বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে। সরকার কিছু করে না। আইবি-তে বিজেপির লোক আছে বলেও দাবি তাঁর। এছাড়া তিনি সরাসরি নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। মমতার হুঁশিয়ারি, তাঁকে কেউ আঘাত না করলে তিনি প্রত্যাঘাত করেন না।
আরো পড়ুন:Mamata Banerjee : মমতার আত্মীয়দের সম্পত্তি নিয়ে মামলা