প্রথম চালানে দুটি ট্রাক করে ৮ হাজার কেজি পদ্মার ইলিশ(Hilsa) এল ভারতে। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যা বেলা কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশের ইলিশের ট্রাক প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে।
রবিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ৪৯ টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ(Hilsa) রফতানির অনুমতি দেয়। বলা হয় প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে ভারতে। সোমবার সন্ধ্যা বেলা প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় ভারতে। রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ।
অন্যদিকে জানা যাচ্ছে ইলিশ(Hilsa) আমদানিকারক প্রতিষ্ঠানটি হলো ভারতের এস আর ইন্টারন্যাশনাল। বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব রহমান জানিয়েছেন প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৯৪৯ টাকায় রপ্তানি হচ্ছে।
তিনি জানিয়েছেন পর্যাক্রমে বাকি ইলিশও রপ্তানি করা হবে এবং আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব ইলিশ রপ্তানি করা হবে। গত বছর দুর্গা পুজোর সময়ে ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি দিয়েছিল ভারতের ৪৬০০ টন ইলিশ রফতানি করার।