ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা বেঙ্গালুরুর(Bengaluru)। জানা যাচ্ছে রাতভর বৃষ্টির জেরে এদিন জলমগ্ন ছিল গোটা শহর। এই জেরে তীব্র যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।

জানা যাচ্ছে রবিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে যায় বেঙ্গালুরু। সোমবার প্রশাসনের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয় শহরবাসীরা যেন এই অবস্থায় ঘরে থাকেন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে জরুরী কাজ ছাড়া বাইরে বেরোতে বারণ করা হচ্ছে।

জানা যাচ্ছে বেঙ্গালুরুর(Bengaluru) ইকো স্পেসের কাছে ভারথুর, বেল্লান্দুর, কে আর মার্কেট, সিল্ক বোর্ড জংশনে সবথেকে বেশি জল দাঁড়িয়েছে। এছাড়াও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে জলমগ্ন এয়ারপোর্ট রোডে বাস আটকে রয়েছে। কিছুদিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই ওই রাস্তা পরিদর্শন করে গিয়েছেন।

বেঙ্গালুরুর(Bengaluru) বেলাগেরে-পানাথুর রোড কার্যত ছোটখাটো নদীতে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর উদ্ধারকারী দল বহু বাসিন্দাকে নৌকায় চাপিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। মহাদেবপুরার অন্তর্দৃষ্টি আবাসনের একতলা এবং বেসমেন্ট এই ভারী বৃষ্টির ফলে জলের নিচে চলে গিয়েছে।